• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে শহীদি মার্চ কর্মসূচি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪১, ৫ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে শহীদি মার্চ কর্মসূচি

শেখ হাসিনা সরকারের পতনের এক মাস  ও গণআন্দোলন চলাকালে শহীদদের স্মরণে সারাদেশের মতো চট্টগ্রামেও পালিত হয়েছে 'শহীদি মার্চ' কর্মসূচি। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে নগরীর ষোলশহর স্টেশন থেকে 'শহীদি মার্চ' কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, দিল্লি যখন চোখ রাঙ্গায়- আবরার ফাহাদ দাঁড়িয়ে যায়, ফ্যাসিবাদের ঠিকানা-এই বাংলায় হবে না, লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না-স্লোগানে মুখরিত হয়ে উঠে বীর চট্টলার আকাশ বাতাস। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়করা বলেন, যারা ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তাদের হুঁশিয়ার করেন। দেশের বিভিন্ন স্থানে লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর কারসাজিতে যারা মেতে উঠেছে তারা সাবধান না হলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ আবারও মাঠে নামবে বলে সতর্ক করেন

বিভি/টিটি

মন্তব্য করুন: