• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ, নিহত ২, আহত ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ, নিহত ২, আহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দ্রুতগতিতে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও আহত দুইজন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চাঁদ মিয়া (৫৫), গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের গুনতলা গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর–ঢাকা মহাসড়কের নির্মাণকাজে নিয়োজিত একটি পাথর ও বালুবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা শীতের কাপড় বোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপর থাকা একজনসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুইজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2