• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

প্রকাশিত: ১৫:২৯, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩০, ২২ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। 

অনতিবিলম্বে ১০ গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানদের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট গঠন, প্রস্তাবিত এলাইড হেলথ প্রবেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার দাবিতে আন্দোলন করছে সরকারি বেসরকারি মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এর আগে ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে ম্যাটস শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, অনেকদিন ধরে তারা আন্দোলন করছেন তবে তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: