সেনাবাহিনীর বিবৃতির পর যা বললেন ডিএনসিসি প্রশাসক

মোহাম্মদ এজাজ (ফাইল ছবি)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা এবং মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে কাজে লাগানোর বিষয়ে আইএসপিআর-এর দেওয়া বিবৃতির পর গণমাধ্যমে কথা বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার (২৭ মে) আইএসপিআর-এর বিজ্ঞপ্তি প্রকাশের পর একটি গণমাধ্যমকে ডিএনসিসি প্রশাসক বলেছেন, ‘এটা ভুল-বোঝাবুঝি ছাড়া কিছুই নয়। সেনাবাহিনীর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠানের কাছ থেকে করপোরেশন সহায়তা নিচ্ছে, সেটাই বলা হয়েছে।’
এর আগে গত ১৯ মে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে প্রশাসক এজাজ বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সেনাবাহিনীকে এবার কাজে লাগাব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয়। সুতরাং আশা করি, এটা একটা নতুন জায়গায় যাবে।’
এ নিয়ে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তার এক বক্তব্যে জানান যে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই।
বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।’
সেনাবাহিনীর ওই বিবৃতির বিষয়ে গণমাধ্যমকে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমরাও একটা ফেসবুক পেজে রিজয়েন্ডার দিয়ে দিয়েছি। কোনো নিউজ দেখে হয়তোবা এটা করা হয়েছে। আমরা অলরেডি সাপোর্ট নিচ্ছি। যেমন বিএমটিএফ, ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, এগুলো থেকে সাপোর্ট নিচ্ছিই। মশার ক্ষেত্রেও বিএমটিএফের সাপোর্ট নিচ্ছি। এটা হয়তোবা কেউ বলছেন সেনাবাহিনীকে যুক্ত করা। সেনাবাহিনীর কাজ তো দেশকে রক্ষা করা। এটা ভুল-বোঝাবুঝি, এ ছাড়া কিছুই নয়।’
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান, সেনাবাহিনীকে নয়। কারণ, তাদের কাছ থেকে সাহায্য নেওয়া হচ্ছে। বিএমটিএফ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড কাজ করছে, এগুলোই হয়তোবা কোথাও কোনো জায়গায় আসছে। সেটাকেই কেউ হয়তোবা তাদের কানে দিয়েছে। তারা বলেছে, ওগুলো তাদের কাজ না। তারা একদম সঠিক। ফোর্সের কাজ তো সেটা নয়।’
বিভি/পিএইচ
মন্তব্য করুন: