৭ ঘণ্টার ভোগান্তি শেষে সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

পরীক্ষার্থী ও যাত্রী সাধারণের ৭ ঘন্টার ভোগান্তির শেষে সিলেটে পরিবর্তন পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলায় ১টা প্রশাসনের আহবানে পরিবহন মালিক ঐক্য পরিষদ এই ধর্মঘট স্থগিত করে।
সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া, জেলা প্রশাসকের প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েন জেলার বিভিন্ন উপজেলার যাত্রী, পর্যটকসহ পরীক্ষায় অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করায় অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প উপায়ে যাত্রী সাধারণ দের চলাচল করতে হয়।
বন্ধ হওয়া পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া পাথর ক্রাশার মিল সচল করা, গাড়ি জব্দ এবং ফিটনেসে হয়রানির প্রতিবাদে পাঁচ দফা দাবি নিয়ে গত ৫ জুলাই শনিবার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
তাদের দাবির সঙ্গে একাত্মতা করে আরও এক দফা দবি যুক্ত করে মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই বিকল্প পথে বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছেন গন্তব্যে। বিশেষ করে চাকরিজীবী, ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীদের দুর্ভোগ ছিল চরমে।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে আন্দোলনকারীদের সাথে স্থানীয় প্রশাসন যোগাযোগ করলে তাদের অনুরোধে বেলায় একটায় অনির্দিষ্টকালের পরিবর্তন করা হয়।
পরিবহন শ্রমিকদের দাবি আদায় বিকল্প পন্থা উদ্ভাবনের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের আহবান যাত্রীদের।
বিভি/এজেড
মন্তব্য করুন: