শাহজালাল বিমানবন্দর থেকে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ আটক ২

ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃত দুই ব্যক্তি হলেন, মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)।
পুলিশ জানায়, কর্তব্যরত ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।
পরে এপিবিএন অফিসে এনে তল্লাশি করা হলে, মো. হাছান (৩৯)-এর পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং মো. শাহাজান (৪৯)-এর পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা মোট ৮৯৬ (আটশ ছিয়ানব্বই) গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা। স্বর্ণালঙ্কারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।
জিজ্ঞাসাবাদে দুইজন জানায়, এই স্বর্ণ তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: