• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে রাজধানীবাসী

প্রকাশিত: ১৪:৩৪, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে রাজধানীবাসী

হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে। গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টির কারণে ঢাকার বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। 

জলাবদ্ধতা, যানজট ও রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। দিনমজুর, রিকশাচালক, খেঁটে খাওয়া মানুষের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে দিনটি। ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগসহ রাজধানীর অনেক এলাকায় রাস্তায় হাটু পানি জমে চলাচল কঠিন হয়েছে। 

বৃষ্টি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে নগরবাসীকে। 

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে সারাদেশের মতো ঢাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: