সোহাগ হত্যা মামলার তদন্তে কোনো চাপ নেই: ডিসি তালেবুর রহমান

ডিসি তালেবুর রহমান (ফাইল ছবি)
পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার তদন্তে পুলিশের ওপর কোন ধরনের চাপ নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মিন্টোরোডের মিডিয়া সেন্টারে তিনি আরো জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে অপরাধীর রাজনৈতিক কোন পরিচয় থাকলেও তাকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি। হত্যার মোটিভ নিয়েও কাজ করছেন তারা।
এছাড়াও আসামি গ্রেফতারে সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তা নেওয়ার কথা জানান তালেবুর রহমান। তিনি জানান, পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: