• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডিসি মাসুদকে নিয়ে বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে: ডিএমপি

প্রকাশিত: ২১:৪৫, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ডিসি মাসুদকে নিয়ে বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে: ডিএমপি

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির তৈরিকৃত ছবি ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ডিসি মাসুদ আলম এক ছাত্রের মুখ চেপে ধরেছেন। বিষয়টি ডিএমপির দৃষ্টিগোচর হলে তারা ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে।

ডিএমপির দাবি, ছবিটি বাস্তব নয়। এআই প্রযুক্তি ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে নেতিবাচক প্রভাব তৈরির চেষ্টা করা হয়েছে।

ডিএমপি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। একইসঙ্গে সাধারণ জনগণকে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2