• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৫০ জন গ্রেফতার

প্রকাশিত: ২২:৩৭, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৫০ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মহিউদ্দিন (৩৬) ২। ফয়সাল  (৩০) ৩। তামিম (২৩) ৪। আল আমিন (৩২) ৫। জিলানী (২৯) ৬। জাফর  (৩১) ৭। সাফায়েত (২০) ৮। আতিকুল ইসলাম (২০) ৯। শাকিব (২০) ১০। হাফিজ মোল্লা (৩২) ১১। ফিরোজ (২৮) ১২। নুর মোহাম্মদ (২৬) ১৩। ইসমাইল (১৮) ১৪। সবুজ (৩৫) ১৫। সুজন (২০) ১৬। মামুন (৩৫) ১৭। সুজন (২৪) ১৮। লাল (১৭) ১৯। সুম্ময় (১৮) ২০। বন্যা (৩৬) ২১। বিপ্লব (২৪) ২২। শাহিন (২০) ২৩। রাসেল (৩৩) ২৪। লিয়ন হাওলাদার (২২) ২৫। জাহিদ (১৯) ২৬। রুবেল (৩০) ২৭। তরিকুল (৩২) ২৮।  সগির (৩৯) ২৯। আলামিন (৩৯) ৩০। নিজাম ফরাজী (৪২) ৩১। আনসুপ হোসেন (২৪) ৩২। শাহিনুর (২৭) ৩৩। হারুনুর রশিদ (৩১) ৩৪। মাহাবুব আলম (৫৫) ৩৫। অলিউল্লাহ (২৮) ৩৬। ইব্রাহিম (২৪) ৩৭। মোজাম্মেল হক (১৯) ৩৮। রুবেল হোসাইন (২৬) ৩৯। জাকারিয়া (২৭) ৪০। শাকিব (৩০) ৪১। শহিদুল ইসলাম (৩৫) ৪২। সায়েম (১৮) ৪৩। আব্দুল আউয়াল (৫৫) ৪৪। মোহাম্মদ বেলাল (৪০) ৪৫। আব্দুর রশিদ (৩৬) ৪৬। রাসেল মিয়া (৩০) ৪৭। নাহিদুল ইসলাম (২১) ৪৮। আশরাফুল ইসলাম (২৮) ৪৯। মুন্না (২৬) ও ৫০। মামুন (৫০)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান হতে ৫০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি মামলা ও নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2