• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আমরা রাজনীতি করি জনগণের জন্য: এস এম জাহাঙ্গীর

প্রকাশিত: ১৭:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আমরা রাজনীতি করি জনগণের জন্য: এস এম জাহাঙ্গীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরায় ২ সেপ্টেম্বর থেকে খাল- ডোবা- নর্দমা পরিষ্কার অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। 

শনিবার উত্তরায় বিমানবন্দর থানা অন্তর্গত কাওলা খাল পরিষ্কারের সময় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণকে ভোগান্তি দেওয়ার জন্য না। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম বাতিল করে বললেন আমরা  জনভোগান্তি হয় সে এমন প্রোগ্রাম করবো না। আমরা জনবান্ধব যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আমরা সেই কর্মকাণ্ডগুলো করব। তারেক রহমান বলেছেন আমরা প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় জলাবদ্ধ জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে  ডেঙ্গু, চিকনগুনিয়া এই ধরনের মশার মহামারি, মাছির মহামারি এবং নোংরা থেকে আমাদের সমাজকে আমরা রক্ষা করতে পারবো। আমাদের সমাজের মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারব। এক মাসের কর্মসূচি ঘোষণা করেছেন।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে খাল নর্দমা ডোবা পরিষ্কার করতেছি।  দুই তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরায় এসে উদ্বোধন করে গিয়েছেন। তারপর থেকে আমাদের একদিনের জন্য কিন্তু আমাদের বিরাম নেই। আমি এক জায়গায় করছি। অন্য নেতা আরেক জায়গায় করছেন। আমাদের থানা লেভেলের নেতা আরেক জায়গায় করছে। আজকে যেমন আমরা কাওলায় এসেছি। এভাবে আমরা কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। আমাদের মূল কথা হলো যে আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণের পাশে থেকে আমরা জনগণকে সেবা দিতে চাই। সেবার বাহিরে কোন কিছু নাই।  আমরা যারা রাজনীতি করি আমাদের মূল লক্ষ্য হলো জনগণকে সেবা দেওয়া। করোনাকালীন সময়ে  সন্তান মারা গেলে তার বাবা তার লাশ দাফন করতে আসছে না। বাবা মারা গেলে সন্তান তার লাশ দাফন করতে আসছে না। সময় কিন্তু আমরা মানুষের পাশে ছিলাম। প্রতিটি দুর্যোগে প্রতিটি বিপদে আমরা বিএনপি পরিবার সবসময় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে থাকি।

জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি ইনশআল্লাহ দেশের ক্ষমতা গ্রহণ করে তখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে  আজকের যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনাকে এই মানুষের ভিতরে ছড়িয়ে দিবেন। আমরা চাই জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর এবং মানবিক রাষ্ট্র গঠন করতে।  আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। কোনভাবেই কোন ষড়যন্ত্র করে নির্বাচনকে ব্যহত করা যাবে না। ইনশাআল্লাহ আমাদের যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে জনগণ ঐক্যবদ্ধ আছে। জনগণ ইনশআল্লাহ সে একটি সুষ্ঠ ভোটের আশায় আছে এবং আমার ভোট আমি দিব। যাকে খুশি তাকে দিব। জনগণ সেই সুযোগ পেলে অবশ্যই অবশ্যই বিএনপিকে ভোট দিবে এবং বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমাদের তারেক রহমান সাহেব। কাজেই আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। 

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লা, শাহাবুদ্দিন সাগর  , মনির হোসেন ভূঁইয়া, জালাল আহমেদ, জুলহাস ভুঁইয়া, হাফেজ মাওলানা আমির হামজা,  মুস্তাফিজুর রহমান বাদল, এহসানুল হক চৌধুরী, এস এম রুনু মোল্লা, আলম মেম্বার , কাজী ইকবাল,  আব্দুল করিম , হাজী আমির হোসেন, শহিদুল আলম বাবুল, শফিকুল ইসলাম, রাজু আহমেদ, সোহানুর রহমান সোহাগ, এস এম রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিমানবন্দর থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: