• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

মহেশপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক

বাসস

প্রকাশিত: ১৭:০১, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মহেশপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক

সীমান্তে হত্যাকাণ্ড ও চোরাচালান প্রতিরোধে আজ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর সীমান্তের মাতিলা বিওপি এলাকার ৫৩ নম্বর সীমান্ত পিলারের সংলগ্ন জিরো লাইনে সকাল ৮টার দিকে এ সভা শুরু হয়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন এবং ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শৈলেশ কুমার ভারতের পক্ষের নেতৃত্ব দেন।

লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, দুই ঘণ্টাব্যাপী এই সভায় সীমান্ত হত্যা, মানব পাচার, গরু চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধসহ সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুই বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

সভায় ৫৮ বিজিবি’র ১০ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন-এর ১০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দু’পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2