• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

কমলো স্বর্ণের দাম, নতুন দামে বেচা-কেনা শুরু

প্রকাশিত: ১২:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কমলো স্বর্ণের দাম, নতুন দামে বেচা-কেনা শুরু

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রবিবার থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা বিক্রি হবে।

গতকাল শনিবার পর্যন্ত ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2