• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

হারানো ১০৮টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিল পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হারানো ১০৮টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিল পুলিশ

সাতক্ষীরায় ১০৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। একই সময়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে ২০ জন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। 

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে ২২৫টি সাধারন ডায়েরী (জিডি) দায়ের হয়। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সহযোগিতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর মোট ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার আটজন নারীকে তথ্য ও পরামর্শ সেবা এবং ২১ জনের হ্যাক হওয়া ফেসবুক/ইমো/হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করে দেওয়া হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এসময় বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খানসহ অন্যান্যরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2