ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ
 
								
													গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টাসহ সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে হেফাজত নেতারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন হিসেবে কাজ করছে। তারা ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সম্প্রতি বুয়েটে হিন্দু শিক্ষার্থী কর্তৃক কোরান অবমাননা, গাজীপুরের মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টাসহ ‘র’ ও ইসকন কেন্দ্রিক একটি দালাল চক্র বাংলাদেশের মুসলিম মেয়েদের ধর্ষণের মতো ঘৃন্য কাজ দিনের পর দিন কাজ করে যাচ্ছে।
হেফাজত নেতারা আরো বলেন, দিনে দুপুরে ইসকনের সদস্যরা চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলেও সরকার এখন পর্যন্ত ইসকন নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এদেশে কোনো জঙ্গিবাদী ইসলামবিরোধী সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে না বলেও হুশিয়ার করেন হেফাজত নেতারা। তাই অনতিবিলম্বে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবী জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিভি/এজেড
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: