স্বৈরাচারী হাসিনা সাদেক হোসেন খোকাকে দেশে ফিরতে দেয়নি: ইশরাক হোসেন
ফাইল ছবি
সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণির মানুষ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন কবরস্থানে যান ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। এ সময় মরহুম সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান ইশরাক হোসেনসহ পরিবারের সদস্যরা। এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে জুরাইন কবরস্থানে কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়।
এ সময় ইশরাক হোসেন বলেন, সাদেক হোসেন খোকা দীর্ঘজীবন রাজনীতি করেছেন। চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন, শেষ সময় দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন, নেতাকর্মী পরিবারের সাথে সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু স্বৈরাচারী হাসিনা তাকে ফিরতে দেননি। মানুষের জন্য সাদেক হোসেন খোকার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন।
বিভি/এসজি




মন্তব্য করুন: