• NEWS PORTAL

  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ 

প্রকাশিত: ১১:৪৫, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ 

ফাইল ছবি

রাজধানীর রমনায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, গতকাল (শুক্রবার) রাতে গির্জা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় গির্জা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। 

বিভি/এসজি

মন্তব্য করুন: