• NEWS PORTAL

  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট

প্রকাশিত: ১৩:৪২, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট

গাজীপুরের টঙ্গী মিলগেইট এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেইট কো-অপারেটিভ সোসাইটি মার্কেটে এই ঘটনা ঘটে। 

এদিকে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

মিলগেট বাজারের ব্যবসায়ীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। তবে পানি সংকটে অগ্নিনির্বাপণ কাজে ব্যাঘাত ঘটছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আশপাশে কোনো জলাশয় না থাকায় পানির সংকট দেখা দিয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: