পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে নতুন বিওপি উদ্বোধন
পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত সরদারপাড়া বিওপি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড় জেলা বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া সীমান্ত এলাকায় ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে নবনির্মিত বিওপি উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের, পিএসসি, জি+।
এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।
উদ্বোধনী ভাষণে রিজিয়ন কমান্ডার সব সদস্যকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
উদ্বোধন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের জানান, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মত ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত "সরদারপাড়া বিওপি" এর মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত পোষণ করেন ও মহান আল্লাহর নিকট বিওপিটি'র কল্যাণ কামনা করেন।
এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ১৪৩ কিলোমিটার সীমান্ত অঞ্চলের নিরাপত্তা দায়িত্ব পালন করে। ডানাকাটা, মালকাডাংগা ও বড়শশী বিওপি থেকে সরদারপাড়া এলাকার দূরত্ব বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে এ স্থানে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন দেখা দিয়েছিল। অবশেষে সীমান্ত সুরক্ষা আরও কার্যকর করতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ১৯তম বিওপি হিসেবে সরদারপাড়া বিওপি উদ্বোধন করা হয়।
বিভি/এজেড




মন্তব্য করুন: