• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে নতুন বিওপি উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে নতুন বিওপি উদ্বোধন

পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত সরদারপাড়া বিওপি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড় জেলা বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া সীমান্ত এলাকায় ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে নবনির্মিত বিওপি উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের, পিএসসি, জি+।

এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।

উদ্বোধনী ভাষণে রিজিয়ন কমান্ডার সব সদস্যকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের জানান, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মত ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত "সরদারপাড়া বিওপি" এর মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত পোষণ করেন ও মহান আল্লাহর নিকট বিওপিটি'র কল্যাণ কামনা করেন।

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ১৪৩ কিলোমিটার সীমান্ত অঞ্চলের নিরাপত্তা দায়িত্ব পালন করে। ডানাকাটা, মালকাডাংগা ও বড়শশী বিওপি থেকে সরদারপাড়া এলাকার দূরত্ব বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে এ স্থানে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন দেখা দিয়েছিল। অবশেষে সীমান্ত সুরক্ষা আরও কার্যকর করতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ১৯তম বিওপি হিসেবে সরদারপাড়া বিওপি উদ্বোধন করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: