• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

বিটিআরসি ঘেরাও করলো আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা

প্রকাশিত: ২০:০৪, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিটিআরসি ঘেরাও করলো আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করেছে আন্দোলনে নামা মোবাইল ব্যবসায়ীরা। ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’ (এমবিসিবি) এর ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ে অবস্থান নিয়ে বিটিআরসি ভবন ঘেরাও করে রাখেন।

অবস্থান ও আন্দোলনের কারণে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারীরা বিটিআরসি ভবনের সামনে অন্তত চার জায়গায় আগুনও জ্বালায় বিক্ষোভকারীরা।

ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো— ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

তারা অভিযোগ করেন, নতুন এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বাড়বে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2