• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

প্রকাশিত: ১৫:৪২, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বুড়িগঙ্গা নদীর পূর্ব পাড়ে ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় এ বাল্কহেড ডুবির ঘটনা ঘটে।

পরে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সকালে রাজধানীর সদরঘাট থেকে যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে বোগদাদীয়া-১৩ নামে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। লঞ্চটি ফতুল্লার লঞ্চ ঘাট এলাকায় পৌঁছালে সেখানে জান্নাতি নামে বালুবাহী একটি বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি নদীতে ডুবে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা সুকানিসহ পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।

তিনি বলেন, ঘটনার সময় ৯৯৯ নম্বরে কল পেয়ে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি করে। তবে এ ঘটনায় নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। পরে লঞ্চটি জব্দ করে ফতুল্লা লঞ্চ টার্মিনালে নিয়ে নোঙর করে রাখা হলেও লঞ্চের কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা নদীতে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2