• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

শুরু হয়েছে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম 

প্রকাশিত: ১১:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শুরু হয়েছে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম 

ফাইল ছবি

আবারও শুরু হয়েছে নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা কেন্দ্রের নিয়মিত কার্যক্রম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই ভিসা সেন্টারে ভিসা আবেদনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়।  

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ইন্ডিয়ান ভিসা সেন্টারের (আইভ্যাক) কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন। ভিসা সেন্টার এক বার্তায় এ তথ্য জানায়।

ওই বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি–জেএফি বুধবার দুপুর ২টায় বন্ধ থাকবে। আজ জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা সমস্ত আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি স্লট দেওয়া হবে।

বাংলাদেশে ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে নয়াদিল্লির ‘গভীর উদ্বেগ’ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে গতকাল বুধবার তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ইন্ডিয়ান ভিসা সেন্টারের (আইভ্যাক) কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2