নির্বাচনী ব্যানার-ফেস্টুন লাগানোর অভিযোগ জানাতে ডিএসসিসির হটলাইন চালু
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় সব ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে। একইসঙ্গে নতুন করে কেউ অননুমোদিত সামগ্রী লাগালে বা কোথাও পোস্টার-ব্যানার দেখা গেলে তা জানাতে হটলাইন নম্বর চালু করেছে সংস্থাটি।
রবিবার (২১ ডিসেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর বাধ্যবাধকতা ছিল। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএসসিসি সফলভাবে নির্ধারিত সময়ের মধ্যে প্রায় সব ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন, পোস্টার ও সাইনবোর্ড অপসারণ করেছে।
এর আগে গত ২ ডিসেম্বর ডিএসসিসি গণবিজ্ঞপ্তি জারি করে নিজ উদ্যোগে এসব সামগ্রী সরানোর অনুরোধ জানিয়েছিল। এরপর ৮ ডিসেম্বর থেকে সংস্থাটি তাদের আওতাধীন সব ওয়ার্ডে উচ্ছেদ অভিযান শুরু করে। গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর এই কার্যক্রম আরও জোরদার করা হয়।
শহরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫' মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে ডিএসসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসি এলাকায় আবার কেউ অননুমোদিত কোনো নির্বাচনী সামগ্রী স্থাপন করলে অথবা কোথাও বিদ্যমান থাকলে তা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: