• NEWS PORTAL

  • সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

সাভারে অটোরিকশা চালকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

নজমুল হুদা শাহীন, সাভার

প্রকাশিত: ১৪:২২, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সাভারে অটোরিকশা চালকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

সাভারে ঢাকা–আরিচা মহাসড়কে অটোরিকশা চলাচল ও জরিমানা বন্ধের দাবিতে শনিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালক সমিতির সদস্যরা। এ ছাড়া চলাচলরত অটোরিকশা থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগও তুলেছেন তারা।

শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের পাকিজা এলাকায় অবরোধ গড়ে তোলেন বিক্ষোভকারীরা। এর ফলে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অসংখ্য যানবাহন আটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে ঢাকা–আরিচা মহাসড়কে ধীরগতির অটোরিকশা চলাচল করছে। এতে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সাভার হাইওয়ে পুলিশ মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। আইন অমান্য করায় প্রতি অটোরিকশা চালককে ২৬ টাকা করে জরিমানা করা হয়।

এর প্রতিবাদে শনিবার অটোরিকশা চলাচলের অনুমতি ও জরিমানা প্রত্যাহারের দাবিতে চালকরা বিক্ষোভ করেন। তারা মহাসড়কে অটোরিকশা রেখে অবরোধ সৃষ্টি করেন। ফলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালকদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়ে আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, বিক্ষুব্ধ চালকদের শান্ত করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত