• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন ৪০ কর্মকর্তা  

প্রকাশিত: ১৬:৫৩, ২৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন ৪০ কর্মকর্তা  

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশে কর্মরত ৪০ কর্মকর্তাকে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন। 

উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ সুপার (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ষষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা) পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: