• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ষাঁড়ের লড়াই দেখে মুগ্ধ শত শত দর্শক

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৮, ১৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ষাঁড়ের লড়াই দেখে মুগ্ধ শত শত দর্শক

ভিডিও থেকে সংগৃহীত

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলার অষ্টম দিনে গ্রাম বাংলার চির ঐতিহ্য ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষাঁড়ের লড়াই দেখে মুগ্ধ হয়েছেন শত শত দর্শক।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াই দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত শত শত দর্শক। লড়াইয়ে অংশগ্রহণের জন্য নড়াইলের বিভিন্ন এলাকা ও আশপাশের জেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৬০টি ষাঁড় নিয়ে কলেজ মাঠে আসেন মালিকরা। 

বিশালাকৃতির এসব ষাঁড়ের লড়াই দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। ষাঁড়ের মালিকরাও প্রাণপন চেষ্টা করেন নিজ নিজ ষাঁড়কে বিজয়ী করতে। লড়াইয়ে জিততে গিয়ে প্রতিপক্ষ ষাঁড়ের শিংয়ের খোঁচায় অনেক সময় গুরুতর জখমের শিকার হতে হয় লড়াইরত ষাঁড়কে। তারপরও পিছু হটে না দু’পক্ষের প্রতিদ্বন্দ্বী ষাঁড়। 

নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজন সুলতান মেলায় গ্রামীণ খেলাসহ বিভিন্ন আয়োজন রয়েছে এ মেলায়। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শেষ হবে ১৪ দিনব্যাপী সুলতান মেলার।

বিভি/টিএল/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2