• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ম্যাচ জিতে পাকিস্তানের রিজওয়ান বললেন এই জয় ফিলিস্তিনের জন্য

প্রকাশিত: ১৭:০২, ১১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:১১, ১১ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ম্যাচ জিতে পাকিস্তানের রিজওয়ান বললেন এই জয় ফিলিস্তিনের জন্য

মোহাম্মদ রিজওয়ান

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড পরিমান রান নিয়ে জয় পাওয়ার পর পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বলেছেন, তার ম্যাচ সেরা হওয়া এবং পাকিস্তান দলের এই বিজয়কে তিনি ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য উৎসর্গ করেছেন।

যখন ইসরাইলি বাহিনীর উপর্যপুরি বিমান হামলায় ঝরছে গাজার বেসামরিক নাগরিকদের প্রাণ, তখন ইউরোপ-আমেরিকার মতো বিশ্ব মোড়লরা অবস্থান নিয়েছে দখলদার ইসরাইলের পক্ষে। শুধু তাই নয়, ইসরাইলের পক্ষে রণতরীও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আবার বিপরীত অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্য, মুসলিম বিশ্ব। তাদের মৌন সমর্থন দিচ্ছে চীন-রাশিয়াও। সব মিলিয়ে বলা যায় ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে এখন দুভাগে বিভক্ত পুরো বিশ্ব। যুদ্ধের আশঙ্কায় চিন্তিত হয়ে উঠেছেন সকল পেশা, সকল অঞ্চলের মানুষ। ঠিক এই সময়ে সব দিধা ভুলে ফিলিস্তিনের পক্ষে অকূণ্ঠ সমর্থন প্রকাশ করলেন পাকিস্তানের তারকা খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান।

দুর্দান্ত এক সেঞ্চুরি করে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজ দলকে গত রাতে দ্বিতীয় জয় এনে দিয়েছেন এই ব্যাটসম্যান। হয়েছেন ম্যাচসেরাও। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করে তিনি বলেছেন, ‘পাকিস্তানের এই জয় ও আমার সেঞ্চুরি, সবকিছু উৎসর্গ করছি গাজা উপত্যকায় আক্রান্ত মানুষদের, গাজায় বসবাসকারী আমাদের ভাই-বোনদের জন্য। দলের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি খুশি। দলের সবার প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, কাজটা সহজ করে দেওয়ার জন্য।’

অবশ্য হায়দরাবাদের মানুষদেরও ধন্যবাদ জানিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান, ‘হায়দরাবাদের মানুষের প্রতি কৃতজ্ঞতা, সমর্থন ও আতিথেয়তার জন্য।’

বিভি/কেএস

মন্তব্য করুন: