• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক তামিম

প্রকাশিত: ১৯:০২, ২১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক তামিম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি

বড়দের মতো ছোটরাও ব্যস্ত সময় পার করছে ক্রিকেট নিয়ে। চলতি মাসেই মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের এ আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শিরোপা ধরে রাখার এই মিশনে এবার বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। গতবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল জুনিয়ররা।

আগামী ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে তরুণ ক্রিকেটারদের নিয়ে এই আসর।বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে জুনিয়র টাইগাররা। ওই ম্যাচে তামিমদের প্রতিপক্ষ আফগানিস্তান। ১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে তামিমবাহিনী।

দুই গ্রুপে সেরা দুটি করে মোট চারটি দল খেলবে সেমিফাইনালে। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে দুটি সেমিফাইনাল, আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা,   সাদ ইসলাম রাজিন ও আশরাফুজ্জামান বরেণ্য।

স্ট্যান্ডবাই আছেন- কালাম সিদ্দিকী, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার ও শাহরিয়ার আজমীর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2