• NEWS PORTAL

  • বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ফুটবল বিশ্বকাপ বর্জনের ডাক সাবেক ফিফা সভাপতির

প্রকাশিত: ২০:৫৩, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ফুটবল বিশ্বকাপ বর্জনের ডাক সাবেক ফিফা সভাপতির

আসন্ন ফুটবল বিশ্বকাপ বর্জনের আহ্বান জানিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে এ আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ শুরুর আর মাত্র পাঁচ মাস বাকি থাকলেও উৎসবের আবহের বদলে এখন বর্জন ও নিরাপত্তা নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সেপ ব্লাটার। তিনি ফুটবলপ্রেমীদের যুক্তরাষ্ট্রে না গিয়ে টেলিভিশনে বসে ম্যাচ উপভোগ করার পরামর্শ দিয়েছেন। ব্লাটারের মতে, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার চেয়ে ঘরে বসে ম্যাচ দেখা অনেক বেশি নিরাপদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ব্লাটার সুইস আইনজীবী মার্ক পিথের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিথ জানান, জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে বিক্ষোভকারী রেনি গুড নিহত হওয়ার ঘটনা এবং সাম্প্রতিক সময়ে মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তির মৃত্যুর ঘটনা বিশ্বকাপগামী সমর্থকদের জন্য উদ্বেগজনক।

এর আগে জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশও বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার সময় এসেছে বলে মন্তব্য করেন।

তবে এসব আহ্বানের বিপরীতে ভিন্ন অবস্থান নিয়েছেন বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ফুটবলপ্রেমীরা বিশ্বকাপে একত্রিত হয়ে খেলা উপভোগ ও উদযাপন করতে চায়। ফুটবল সবসময় মানুষকে এক করেছে এবং ভবিষ্যতেও করবে।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি ও বিভিন্ন ভ্রমণ নিষেধাজ্ঞাও সমর্থকদের যুক্তরাষ্ট্র যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল ও আইভরি কোস্ট নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। পাশাপাশি ইরান ও হাইতির সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশেও রয়েছে নানা প্রতিবন্ধকতা।

বিশ্বকাপকে সামনে রেখে এসব বয়কট আহ্বান ও নিরাপত্তা বিতর্ক আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ফিফার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: