হেলিকপ্টারে উড়ে মাঠে এলো বিপিএলের ডায়মন্ড বসানো ট্রফি
বেশ সাড়বম্বরভাবেই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের দ্বাদশ আসর। আজ মাঠে গড়াচ্ছে ফাইনাল ম্যাচ। আর ম্যাচ শুরুর আগে অভিনব কায়দায় মাঠে নিয়ে আসা হলো বিপিএলের ট্রফি।
শুক্রবার ফাইনালের ঠিক দেড় ঘণ্টা আগে হেলিকপ্টারে করে মাঠে আনা হয়েছে বহুল কাঙ্ক্ষিত ট্রফিটি। ট্রফি আসার পরপর মাঠেই হয়েছে ফাইনালের ফটোসেশন। বিপিএলের ইতিহাসে এমন ঘটনা এবারই দেখা গেল প্রথমবার।

বিপিএলের আগের আসরগুলোতে ট্রফি টুর্নামেন্টের আগেই চলে এলেও এবার তেমনটা হয়নি। টুর্নামেন্টের আগে ট্রফি নিয়েও ফটোসেশন হয়নি। তবে চমকটা ফাইনালের জন্যই তুলে রেখেছিল বিসিবি। ফাইনালের ঠিক আগে মাঠেই হলো ট্রফি নিয়ে ফটোসেশন।
লাল কাপড়ে ঢাকা ট্রফিটি হেলিকপ্টার থেকে মাঠে নামান যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন।
এবারের বিপিএলকে ঘিরে ২৫ লাখ টাকা মূল্যের হীরকখচিত ট্রফি এনেছে বিসিবি। দুবাই থেকে এই ট্রফি প্রস্তুত করা হয়েছে৷ তবে পুরো টুর্নামেন্টে এই ট্রফি জনসম্মুখে না আনায় সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়েলস। মিরপুরে সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি।
বিভি/এজেড



মন্তব্য করুন: