মোস্তফা সরয়ার ফারুকীর পোস্টে উদ্বেগ
‘বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারবেন আর বলবেন ভারতে খেলা নিরাপদ’
ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে এখনো শঙ্কা দূর হয়নি। এরই মধ্যে বাংলাদেশি সন্দেহে ভারতে পিটিয়ে হত্যা করার ঘটনা বেড়েই চলেছে। যা নিরাপত্তা শঙ্কার কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার ভাষায়, ‘বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারবেন আর বলবেন ভারতে খেলা নিরাপদ’।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়ে একধিকবার চিঠি দেয় বিসিবি। আইসিসির থেকে ইতিবাচক সাড়া না পেয়ে শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশ ইস্যুতে আইসিসিকেই দায়ী করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী লিখেছেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আমলে নিলেও বাংলাদেশের বেলায় আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছে।
তিনি আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। ঠিক গতকালই, পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া জানিয়েছে।
বিশ্বকাপ ইস্যুর সূত্রপাত মূলত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা থেকে। ভারতের কিছু চরমপন্থী হিন্দু নেতাদের হুমকির পর দেশটিতে মুস্তাফিজের নিরাপত্তা শঙ্কা আছে, এমনটা বলেই তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপরই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নে নিরাপত্তা শঙ্কার কথা সামনে আনে বিসিবি।
ভারতের এসব কাণ্ড নিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ ঘটনাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণাকে যুক্ত করা হয়, যার ফল হিসেবে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে মানতেই হবে যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর।’
বিভি/এজেড



মন্তব্য করুন: