• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফেড কাপের ডেথ গ্রুপে মোহামেডা-আবাহনী, থাকছে না স্পন্সর

প্রকাশিত: ২১:৪৩, ১৩ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ফেড কাপের ডেথ গ্রুপে মোহামেডা-আবাহনী, থাকছে না স্পন্সর

ফেডারেশন কাপে ডেথগ্রুপে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনী।বুধবার (১৩ ডিসেম্বর) টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে চূড়ান্ত হয়েছে গ্রপিংও। তিনটি গ্রুপে ১০টি দল লড়বে। তবে স্পন্সর ও ম্যাচ সম্প্রচার পার্টনার ছাড়া আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। খেলা হবে তিনটি ভেন্যুতে।

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। গত আসরে ঢাকা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিলো সাদা-কালোরা। কুমিল্লায় মর্যাদার লড়াইয়ে দর্শকরাও ছিলেন উন্মাতাল। এবারো ঢাকার বাইরের দর্শকরা মাতবেন ফেড কাপের উন্মাদনায়। বসুন্ধরা কিংস অ্যারেনার সাথে গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। 

দশ দলকে নিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। তিনটি গ্রুপে খেলবে দলগুলো। গ্রুপিং নির্ধারণ লটারিতে এ গ্রুপে নাম ওঠে বাংলাদেশ পুলিশ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জের। গ্রুপ সি'তে লড়বে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়াচক্র ও ফর্টিস ক্লাব। 

ডেথ গ্রুপ বি'তে খেলবে চার দল। দুই জায়ান্ট মোহামেডান ও ঢাকা আবাহনীর সাথে আছে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। 

টুর্নামেন্টে নেই কোন স্পন্সর। যদিও বাফুফে প্রতিক্ষায় আছে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান এগিয়ে আসবে। তবে স্পন্সরের বিষয়টির মতই, দর্শকরা টিভিতে সরাসরি খেলা দেখতে পারবেন কিনা তাও অনিশ্চিত।

তিনটি কোয়ার্টার ফাইনাল হবে গোপালগঞ্জে। দুটি সেমিফাইনাল হবে মুন্সীগঞ্জে। ভেন্যু নিয়ে কোন দলের আপত্তি'র সমাধানে কোন বিধিমালা নেই বাফুফের। প্রিমিয়ার লিগের মাঝেই চলবে ফেডারেশন কাপের খেলা। ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২১ মে ফাইনাল হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। 

বিভি/এমএম/এজেড

মন্তব্য করুন: