• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে কাল বাংলাদেশ-ভারত মুখোমুখি

প্রকাশিত: ২২:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে কাল বাংলাদেশ-ভারত মুখোমুখি

সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে গ্রুপ পর্বে তিন ম্যাচেই অজেয় লাল সবুজের বাংলাদেশ। জয় পেয়েছে ভারতের বিপক্ষেও।  ফাইনালে সেই ভারতই প্রতিপক্ষ স্বাগতিকদের।  শিরোপা নির্ধারণী লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বৃহস্পতিবার কমলপুর স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ফাইনাল। 

দেশের জন্য সাফল্য বয়ে আনতে আত্মবিশ্বাসি আফিদারা। গুরুত্বপুর্ণ ফাইনালে কোন ভুল যেন না হয়, সেদিকে সতর্কতা ভারতের।  শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে দুর্দান্ত ফর্মের সাথে মানষিকভাবেও উজ্জিবিত আফিদা, সাগরিকারা। কমলাপুর স্টেডিয়ামে নিবিড় অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ। জোর দিয়েছেন সেট পিস,  ফিনিশিংয়ে। 

স্নায়ুচাপের খেলা ফাইনাল। প্রতিপক্ষ ভারতের চারজন খেলেছে বয়সভিত্তিক বিশ্বকাপে। তবে এসব কোন প্রভাব ফেলবেনা আফিদাদের উপর৷ বিশ্বাস কোচের। 

নিজেদের মাঠে, স্বাগতিকদের দর্শকদের হাসিমুখ দেখতে চান আফিদারা। শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাস দৃঢ় বাংলাদেশ দলের। 

গ্রুপপর্বে পরাজয়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ফাইনালের জন্য শিষ্যদের প্রস্তুত করেছেন ভারত কোচ।  স্বাগতিকদের সমীহ করেই সাজাচ্ছেন পরিকল্পনা।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের এই ট্রফিটা ঘরে রাখার প্রত্যয় বেঙ্গল টাইগ্রেসদের। আন্যদিকে অধরা শিরোপা জয়ের স্বপ্ন গতবারের রানার্সআপ ভারতীয় মেয়েদের।

বিভি/এমএম/এজেড

মন্তব্য করুন: