মাঠে নেমেই রিয়ালকে নিচে ফেলে শীর্ষে উঠলো বার্সেলোনা
দারুণ জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ফিরে পেয়েছে বার্সেলোনা। রবিবার ঘরের মাঠে দানি ওলমো, রাফিনিয়া ও লামিনে ইয়ামালের গোলে নবাগত রিয়াল ওভিয়েদোকে ৩-০'তে উড়িয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদ এক পয়েন্ট পেছনে পড়ে দুইয়ে নেমেছে।
চোটের কারণে মাঝমাঠের মূল ভরসা পেদ্রি গন্সালেসকে বাইরে রেখেই ওভিয়েদোর বিপক্ষে দল সাজান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। আর সে কারণে ঘরের মাঠে আক্রমণ রচনায় প্রথমার্ধে ঘাটতি ছিলো কাতালান জায়ান্টদের। দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় বার্সা।
খুব দ্রুত এর ফলও পেয়ে যায়। ৫২ মিনিটে দলকে এগিয়ে দেন দানি ওলমো। বক্সের ভেতর ইয়ামাল ও রাফিনিয়াকে সামলাতে গিয়ে ওলমোকে একা ছেড়ে দেয় ওভিয়েদোর ডিফেন্ডাররা। ফাঁকায় বল পেয়ে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড। পাঁচ মিনিটের মধ্য রাফিনিয়া ব্যবধান বাড়ান।
ওভিয়েদোর সেন্টার-ব্যাক দাভিদ কোস্তাসের দুর্বল ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। ৭৩ মিনিটে ইয়ামাল দুর্দান্ত গোলে স্কোরলাইন ৩-০ করেন। ওলমোর ক্রসে পাশ ঘুরে দারুণ নৈপুণ্যে বল জালে পাঠান বার্সার তরুণ ফুটবল সেনসেশন।
এই জয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছ থেকে এক পয়েন্ট ব্যবধানে লিগ শীর্ষস্থান কেড়ে নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ২০ দলের টেবিলে তলানিতে ওভিয়েদো।
বিভি/এজেড



মন্তব্য করুন: