• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মেসিকে ছাড়াই ফের প্রীতি ম্যাচ জিতলো মারিয়ার আর্জেন্টিনা

প্রকাশিত: ১২:৩১, ২৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
মেসিকে ছাড়াই ফের প্রীতি ম্যাচ জিতলো মারিয়ার আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়া ফের প্রীতি ম্যাচ জিতলো আনহেল ডি মারিয়ার আর্জেন্টিনা। বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কোস্টা রিকার বিপক্ষে পিছিয়ে পড়ে ৩-১'এ জয়োৎসব করে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিজিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া প্রীতি ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে আধিপত্য নিয়েও ৩৪ মিনিটে গোল হজম করে বসে মেসিবিহীন আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে ৫১ মিনিটে সমতায় ফেরান ডি মারিয়া। ফ্রি কিক থেকে গোলটি করেন অধিনায়ক ডি মারিয়া। গোলরক্ষক কেইলর নাভাসের বাঁ পাশ দিয়ে বল জালে জড়ায়। চার মিনিট পরেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

নিকোলাস তালিয়াফিকোর হেড পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে হেডেই বল জালে জড়ান মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৭৬ মিনিটে লাউতারো মার্তিনেস স্কোরলাইন ৩-০'তে শেষ করেন। বক্সের বাইরে রদ্রিগো দি পলের পাস পেয়ে লক্ষ্যভেদ ইন্টার মিলান তারকার। ১৮ মাসের মধ্যে আর্জেন্টিনার জার্সিতে এটা তাঁর প্রথম গোল। এই জয়ে কোস্টারিকার বিপক্ষে অজেয় থাকার ধারাবাহিকতাও ধরে রাখলো আর্জেন্টিনা। 

আটবারের মুখোমুখিতে এটি আলবিসেলেস্তাদের ষষ্ঠ জয়। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। কোপা আমেরিকার প্রস্তুতিতে গত শনিবার এল সালভাদরের বিপক্ষে ৩-০'তে প্রীতি ম্যাচ জিতেছে লিওনেল স্কালোনির দলটি।

বিভি/রিসি

মন্তব্য করুন: