• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন

প্রকাশিত: ১১:০৭, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন

আর্সেনালকে হতাশায় ডুবিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গানারদের ১-০'তে হারিয়ে দুই লেগের লড়াই ৩-২ গোল এগ্রিগেটে জিতে নেয় জার্মান জায়ান্টরা। 

আর্সেনালের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় বায়ার্নের ঘরের মাঠে ফিরতি লেগ জয়ের বিকল্প ছিলো না। সে লক্ষ্যে প্রথমার্ধে আধিপত্য নিয়ে খেলেও গোলের দেখা পায়নি জার্মান বুন্দেসলিগায় ১১ বছরের আধিপত্য হারানো দলটি। প্রথম লেগে গোল পাওয়া ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন দুটি শটে গানারদের ভয় ধরিয়ে দেন।

২৪ মিনিটে আর্সেনাল গোলরক্ষক জামাল মুসিয়ালার শট ঠেকিয়ে দলকে বাঁচান। ৩২ মিনিটে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ধরে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ৫৮তম ম্যাচ 'ক্লিনশিট' রাখেন। দ্বিতীয়ার্ধেও একইভাবে এগিয়ে চলে ম্যাচ। ৪৭ মিনিটে বায়ার্নের লিওন গোরেৎকার হেড ক্রসবারে প্রতিহত হওয়ার পর শুয়েরেইরোর ফিরতি শট পোস্টে লাগে। ৬৪ মিনিটে আর হতাশায় ভুগতে হয়নি স্বাগতিকদের।

গেরেইরোর দূরের পোস্টে বাড়ানো ক্রস হেডে ঠিকানায় পাঠান কিমিখ। বাকি সময়ে গোল শোধের তেমন সুযোগ পায়নি আর্সেনাল। চার বছরে প্রথমবার ইউরোপ সেরার সেমিতে উঠলো ছয়বারের চ্যাম্পিয়নরা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: