• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও বাংলাদেশ-ভারত লড়াই শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ১৩:২৩, ২৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আবারও বাংলাদেশ-ভারত লড়াই শুরু হচ্ছে আজ

বিশ্ব ক্রিকেটে নতুন দ্বৈরথ বাংলাদেশ-ভারত। সর্বশেষ নারী দলের সিরিজেও দেখা গেছে সেই উত্তাপ। ওই উত্তাপের স্মৃতি নিয়ে আজ রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ -ভারত নারী টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষ্যে এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। সিলেট স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। 

সেপ্টেম্বরে বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে এই সিরিজ খেলছে বাংলাদেশ ও ভারত। রবিবারের ম্যাচের আগে শনিবার সিলেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দু'দলের ক্রিকেটাররাই। সিরিজ শুরুর আগে ফটোসেশন আর সংবাদ সম্মেলন করছেন দুই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের নারী অধিনায়ক হারমানপ্রিত কউর। 

মূলত বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে এবং বাংলাদেশ কন্ডিশনে ক্রিকেটারদের আরো ঝালিয়ে নিতে এই প্রস্তুতি সিরিজে খেলছে দুই দেশ।  ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে নিগার সুলতানা জ্যোতিরা ২-১ ব্যবধানে হারলেও; সংক্ষিপ্ত ফরম্যাটের এই ভার্সনে ভারতের বিপক্ষে একটি জয় পেয়েছিলো বাংলাদেশ নারী দল । ঐ আসরেই ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো জ্যোতিরা। ঐ আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 

টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ভারত শক্তিশালী দল, তাদের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এবং ক্রিকেটারদের নিজেদের সামর্থ প্রমাণের ভালো সুযোগ। এই সিরিজে ভালো করতে পারলে তার দলের আত্মবিশ্বাস বাড়বে, যা বিশ্বকাপের মত আসরে দলকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2