• NEWS PORTAL

  • বুধবার, ১৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিরোপার দৌড়ে জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ১০:৪৯, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
শিরোপার দৌড়ে জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ম্যানচেস্টার সিটি

শিরোপার দৌড়ে জমজমাট লড়াই চলছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। টটেনহামকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে আর্সেনাল। অন্যদিকে, নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে গানারদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানসিটি। 

দেড়যুগ হয়ে গেছে শিরোপা স্বাদ পায়নি আর্সেনাল। শিরোপা খরা কাটানোর সুবর্ণ সুযোগ এবার গানারদের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে একের পর এক বাধা টপকে যাচ্ছে আর্তেতার শীষ্যরা।

এবার টটেনহামের হার্ডল টপকে গেলো তারা। স্পার্সদের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে গানারদের। ম্যাচের প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। ম্যাচের ১৫ মিনিটে টটেনহামের পিয়েরে এমিল হয়বার্গের আত্মঘাতি গোলে লিড নেয় আর্সেনাল। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকোয়া সাকা। ১১ মিনিট পর আবারো লক্ষ্যভেদ গানারদের।

একার স্কোরার কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে দুটি গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে টটেনহাম। শেষ পর্যন্ত লন্ডন ডার্বি থেকে তিন পয়েন্ট আদায় করেই মাঠ ছাড়ে আর্সেনাল। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। যদিও শিরোপার লড়াইয়ে তাদের চাইতে শক্ত অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি।

এক ম্যাচ কম খেলে সিটিজেনদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। অনেকটা সহজেই তারা হারিয়েছে নটিংহাম ফরেস্টকে। ৩২ মিনিটে গার্দিওলের গোলে লিড নেয় সিটিজেনরা। আর ম্যাচের ৭১ মিনিটে জয় নিশ্চিত করেন দলের সেরা তারকা আর্লিং হল্যান্ড। ম্যানসিটির ডাগ আউটে তিনশ'তম ম্যাচটি জয় দিয়ে উদযাপন করলেন পেপ গার্দিওলা।

বিভি/রিসি

মন্তব্য করুন: