• NEWS PORTAL

  • রবিবার, ১৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপায় প্রথম চ্যাম্পিয়ন আতালান্তা

প্রকাশিত: ১১:৪১, ২৩ মে ২০২৪

আপডেট: ১১:৪২, ২৩ মে ২০২৪

ফন্ট সাইজ
লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপায় প্রথম চ্যাম্পিয়ন আতালান্তা

বায়ার লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে আতালান্তা। বুধবার (২২ মে) অ্যাডেমোলা লুকম্যানের হ্যাটট্রিকে ডাবলিনের ফাইনাল ৩-০ গোলে জিতে নেয় জিয়ান পিয়েরো গাস্পেরিনির দল। ইউরোপায় ইতালির ক্লাবটির এটাই প্রথম শিরোপা। 

মৌসুমে ৫১ ম্যাচে অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়ে এদিন ডাবলিনের ফাইনাল খেলতে নামে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন লেভারকুসেন। অনেকের চোখেই আতালান্তার বিপক্ষে জার্মান ক্লাবটি ছিলো শিরোপার ফেবারিট। কিন্তু আভিভা স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই বদলে যেতে থাকে সবকিছু। রক্ষণে ভুল করতে থাকে লেভারকুসেন। দ্বাদশ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে আতালান্তাকে এগিয়ে নেন লুকম্যান।

ইংল্যান্ডে জন্ম নেওয়া নাইজেরিয়ার এই উইঙ্গার ২৬ মিনিটে প্রতিপক্ষের আরেক ভুল থেকে ব্যবধান বাড়ান। ৩৫ মিনিটে লেভারকুসেনের আলেহান্দ্রো গ্রিমাল্দো গোলের সুবর্ন সুযোগ নষ্ট করেন গোলরক্ষকের হাতে বল তুলে দিয়ে। দ্বিতীয়ার্ধে জোর চেষ্টা চালিয়েও প্রতিপক্ষের জোরালো রক্ষণ ভাঙ্গতে পারেনি জাভি আলোনসোর দল। উল্টো ৭৫ মিনিটে লুকম্যানের তৃতীয় গোলে মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পায় ১৯৮৮-র চ্যাম্পিয়নরা। ১৯৬২-৬৩ মৌসুমে ইতালিয়ান কাপের ফাইনালে তোরিনোকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরা আতালান্তা ৬১ বছর পর আরেকবার শিরোপার উৎসবে মাতলো, আরও বড়ো পরিসরে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2