লাল মাটির দুর্গ থেকে প্রথম রাউন্ডেই বিদায় নাদালের

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন 'ক্লে-কোর্টের রাজা' রাফায়েল নাদাল। রোলাঁ গারোঁর রেকর্ড চ্যাম্পিয়ন তারকার গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে দ্বিতীয়বার ধাক্কাটা দিয়েছেন জার্মানির আলেক্সান্দার জেভেরেভ।
ফরাসি ওপেন ও রাফায়েল নাদাল একটা সময়ে হয়ে উঠেছিলো সমার্থক। চোটের থাবায় স্প্যানিশ তারকার সেই চেনা রূপ আর নেই। তারপরও সোমবার লাল মাটির দুর্গে নিজের সেরা সময়ের কিছুটা ঝলক দেখালেন বটে, তবে পেরে ওঠেননি।
রোঁলা গাঁরোয় রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যান চতুর্থ বাছাই আলেক্সান্দার জেভেরেভ। জার্মান তারকার কাছে প্রথম সেট ৩-৬'এ হারের পর দ্বিতীয় সেট টাইব্রেকে নিয়ে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিলেন ৩৭ বছরের নাদাল। কিন্তু দ্বিতীয় সর্বাধিক ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা স্প্যানিশ সুপারস্টারকে ৭-৫ ব্যবধানে হতাশ করার পর তৃতীয় সেটেও ৬-৩'এ জয় তুলে নেন ২৭ বছরের জার্মান তারকা।
গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে নাদাল এর আগে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন একবারই। ২০১৩ উইম্বলডনে। ১১ বছর পর ফিরে এলো দু:সহ সেই স্মৃতি। সেটাও আবার নিজের ‘দুর্গ’ ফ্রেঞ্চ ওপেনে!
বিভি/এজেড
মন্তব্য করুন: