• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পঞ্চম দিন কেমন থাকছে রাওয়ালপিন্ডির আবহাওয়া? 

প্রকাশিত: ১৯:১৬, ২ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পঞ্চম দিন কেমন থাকছে রাওয়ালপিন্ডির আবহাওয়া? 

ছবি: রাওয়ালপিন্ডি মাঠে আজকের পরিস্থিতি

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট জিতে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছিল টিম টাইগার্স। তবে সিরিজের দ্বিতীয় টেস্টেও একই ধারাবাহিকতায় খেলছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানকে ব্যাটিং এবং বোলিং উভয়বিভাগেই যেন দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে বাংলাদেশ। যে কারণে আরও একবার বাবর-রিজওয়ানদের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। 

ইতোমধ্যে পাকিস্তানের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ দারুণভাবেই করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই ৪২ তুলেছে তারা। যে কারণে এখন পর্যন্ত চালকের আসনেই আছে টাইগাররা। তবে পঞ্চম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান না, বরং রাওয়ালপিন্ডির আবহাওয়া। আসলে, কি বলছে ম্যাচটির পঞ্চম দিনের আবহাওয়ার পূর্বাভাস, চলুন সেটা জেনে আসা যাক। 

আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইট টিম এন্ড ডেট বলছে, মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সারাদিন জুড়েই ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। যদিও আরেকটি নির্ভরযোগ্য ওয়েবসাইট আকু ওয়েদার বলছে আগামীকাল পাকিস্তানে সারাদিন না, বরং বৃষ্টি হতে পারে দেড় ঘন্টা। আন্তর্জাতিক আবহাওয়া বিষয় ওয়েবসাইট ওয়েদার ক্রেভ বলছে মঙ্গলবার রাওয়াল্পিন্ডিতে থাকে রোদ এবং বৃষ্টির খেলা। 

তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও সিরিজ জয় থেকে বঞ্চিত হবে না পাকিস্তান। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের ছাড়া বাইরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করবে লাল সবুজের দল। যদিও, এই ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হলে অবশ্য পাকিস্তানের বিপক্ষে আরেকটি টেস্ট জয় থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপ পোড়াবে বাংলাদেশ দলসহ দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তকে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2