• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জয় দিয়ে উয়েফা নেশনস লিগ শুরু পর্তুগালের 

প্রকাশিত: ১৩:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জয় দিয়ে উয়েফা নেশনস লিগ শুরু পর্তুগালের 

জয়ে উয়েফা নেশনস লিগ শুরু করেছে পর্তুগাল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) 'এ' লিগের এক নম্বর গ্রুপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোদের জয় ২-১ ব্যবধানে। ম্যাচে দ্বিতীয় গোলটি করে রোনালদো প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। 

ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে আধিপত্য নিয়েই খেলা শুরু করে পর্তুগাল। সপ্তম মিনিটে ডিয়োগো ডালোটের গোলে এগিয়েও যায় ২০১৯ নেশনস লিগ প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ব্রুনো ফের্নান্দেসের পাস ধরে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার সামনে এগিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। ইউরোতে পাঁচ ম্যাচে গোল করতে ব্যর্থ রোনালদো ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান। নুনো মেন্দেসের ক্রসের গতি বুঝে ক্রোয়াট ডিফেন্ডারের নজর এড়িয়ে ডান পায়ে ট্যাপ করে গোল আদায় ৩৯ বছরের পর্তুগিজ ফুটবল মহাতারকার। 

বর্নিল ক্যারিয়ারে এটি তার ৯০০তম গোল। প্রথম ফুটবলার হিসেবে মাইলফলকটি স্পর্শ করলেন রোনালদো। গত জুনে দুই দলের আগের দেখায় ২-১'এ জয় পাওয়া ক্রোয়েশিয়া বিরতির চার মিনিট আগে ব্যবধান কমায়। বোর্নি সোসার প্রচেষ্টা ডালোটের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউ আর গোল পায়নি। রবিবার পরের রাউন্ডে স্কটল্যান্ডকে স্বাগত জানাবে পর্তুগাল, ক্রোয়েশিয়া খেলবে পোল্যান্ডের বিপক্ষে। পোল্যান্ড এদিন ৩-২ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2