আজ ভুটানে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
ফিফা আন্তর্জাতিক দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। এই মাঠেই প্রথম প্রীতি ম্যাচ ১-০ গোলে জিতেছিলো জামাল ভুঁইয়ারা। আজ জিতলে বা ড্র করলে সিরিজ বাংলাদেশের।
ফিফা উইন্ডোতে ভুটানের মাটিতে প্রথম প্রীতি ম্যাচে জিতেছে বাংলাদেশ। খেলায় একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। তবে সে ম্যাচে আরো অনেকগুলো সুযোগ তৈরি হলেও, তা সফল হয়নি ফিনিশিং ঘাটতিতে। প্রথম ম্যাচের দুর্বলতা চিহ্নিত করে দ্বিতীয় ম্যাচের জন্য দলকে প্রস্তুত করছেন কোচ হাভিয়ের কাবরেরা।
ফিফা র্যাংকিংয়ে ভুটান ১৮২ ও বাংলাদেশের অবস্থান ১৮৪। শেষ ম্যাচ জিতলে রেংকিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রথম ম্যাচের অনুপ্রেরনায় এ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখার প্রত্যাশা জামাল-তপুদের।
এদিকে, পায়ের গোড়ালির ইনজুরির কারনে এই ম্যাচে দলে নেই প্রথম ম্যাচের সেরা পারফরমার রকিব হোসেন। অন্যদিকে ভুটানের সেরা ফুটবলার চেনচো দলে না থাকাকে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন জামাল ভূঁইয়া।
এই ম্যাচ জিতে র্যাংকিংয়ে এগিয়ে যেতে পারলে, আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর প্লটে থাকা নিশ্চিত হবে বাংলাদেশের।
বিভি/এজেড
মন্তব্য করুন: