• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ক্যারিয়ারের গোধূলি লগ্নে নাদাল, এবার অপেক্ষা বিদায়ের

প্রকাশিত: ২০:১৮, ১৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ক্যারিয়ারের গোধূলি লগ্নে নাদাল, এবার অপেক্ষা বিদায়ের

রাফায়েল নাদাল

দেখতে দেখতে পেরিয়েছেন জীবনের ৩৮টি বছর। লম্বা সময়ের ক্যারিয়ারও চলে এসেছে গোধূলি লগ্নে। গত বছর ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৪ মৌসুম শেষে টেনিস ধেকে অবসর নিতে পারেন রাফায়েল নাদাল। গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সেটাই নিশ্চিত করেছেন। আগামী মাসে মালাগায় ডেভিস কাপ ফাইনালসে শেষবার কোর্টে নামবেন ৩৮ বছরের স্পেনিয়ার্ড টেনিস সুপারস্টার।

গত দুই মৌসুম ধরে ইনজুরির কারণে খুব একটা খেলতে দেখা যায়নি ২২টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদালকে। ভিডিও বার্তায় স্প্যানিশ টেনিস সুপারস্টার তার অবসর সম্পর্কে বলেন, ক্যারিয়ারের ইতি টানার এটাই সঠিক সময়। এটা অবশ্যই কঠিন এক সিদ্ধান্ত। যেটা এক সময় তাকে নিতেই হতো। আর শেষ টুর্নামেন্টটা ডেভিস কাপে দেশের প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে হতে যাওয়ায় নিজেকে সৌভাগ্যবানও মনে করছেন ৩৮ বছরের এই টেনিস খেলোয়াড়।

সুইস টেনিস ম্যাস্ট্রো নোভাক জোকোভিচের পর পুরুষ এককে দ্বিতীয় সফল খেলোয়াড় হিসেবে অবসর ‘কিং অব ক্লে’ নাদাল। মাটির দুর্গ ফ্রেঞ্চ ওপেন টেনিসে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তারকা রোলাঁ গারোতে ১১৬টি বড়ো ম্যাচের ১১২টিই জিতেছেন। এছাড়া ইউএস ওপেনে চারবার, অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে দুইবার করে শিরোপা জিতেছেন। অলিম্পিক একক ও দ্বৈতে জিতেছেন স্বর্ণ। টেনিসের 'বিশ্বকাপ' খ্যাত ডেভিস কাপে স্পেনকে শিরোপা এনে দিয়েছেন চারবার। সবশেষ ২০১৯ সালে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2