• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিসিবির সহকারী কোচ হলেন মোহাম্মদ সালাউদ্দিন 

প্রকাশিত: ২১:১৪, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বিসিবির সহকারী কোচ হলেন মোহাম্মদ সালাউদ্দিন 

মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার(৫ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিবিসি। ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত তাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আগেও জাতীয় দলের সাথে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের সহকারী কোচ ছিলেন তিনি। এ ছাড়া বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেছেন সালাউদ্দিন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ–৪ এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।

সালাউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়ের–ও স্বীকৃতি পেয়েছেন। এমনকি দেশের সেরা স্থানীয় কোচদের মধ্যেও তিনি অন্যতম।

বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি।

বিভি/এসজি

মন্তব্য করুন: