• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিরোপা দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি সারলেন সাবালেঙ্কা

প্রকাশিত: ১৪:১৫, ৬ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
শিরোপা দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি সারলেন সাবালেঙ্কা

আরিনা সাবালেঙ্কা

শিরোপা জয়েই অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি সেরেছেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস কন্যা আরিনা সাবালেঙ্কা। রবিবার ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে রুশ বাছাই পোলিনা কুদারমেতোভাকে ২-১ সেটে হারান অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলারুশ তারকা। 

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস অস্ট্রেলিয়ান ওপেনে আরিনা সাবালেঙ্কার সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। প্রস্তুতি হিসেবে ব্রিসবেন ইন্টরন্যাশনালকে বেছে নেন র‌্যাঙ্কিং সেরা বেলারুশ তারকা। অবশ্য শীর্ষ বাছাইয়ের মর্যাদা নিয়ে রবিবার ফাইনালের শুরুটা ভালো হয়নি গত বছর ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিসেও শিরোপা জেতা সাবালেঙ্কার। 

রাশিয়ার পোলিনা কুদারমেতোভা ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন। এরপরই ছন্দ খুঁজে পান ২৬ বছরের বেলারুশ কন্যা। বিশ্বের ১০৭ নম্বর খেলোয়াড় আর প্রতিরোধ গড়তে পারেননি। দ্বিতীয় সেট ৬-৩'এ, তৃতীয় সেট ৬-২'এ জিতে শিরোপার স্বাদ নেন সাবালেঙ্কা। 

মেলবোর্ন পার্কে আগামী রবিবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকা পেটের সমস্যায় শেষ করতে পারেননি অকল্যান্ড ক্ল্যাসিকের ফাইনাল। ক্লারা টাউসনের বিপক্ষে ৬-৪ গেমে প্রথম সেট জয়ের পর ম্যাচ থেকে সরে দাঁড়ান জাপানিজ কন্যা। ডাচ কন্যাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2