• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জয়ের খুব কাছে গিয়েও টাইগ্রেসদের হার 

প্রকাশিত: ১৪:১৪, ২০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
জয়ের খুব কাছে গিয়েও টাইগ্রেসদের হার 

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জুনিয়র টাইগ্রেসরা ব্যাটিংয়ে আর ১০ রান কিংবা বল হাতে আরেকটু ভালো কিছুর আক্ষেপই হয়ত করবে এখন। মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে একেবারে বাগে পেয়েও হারাতে পারেনি। লো-স্কোরিং ম্যাচে বোলারদের কল্যাণে লড়াইটা জমে ছিল বেশ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১ রান, বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট। 

কিন্তু সেখান থেকে বাংলাদেশের মেয়েরা পারেনি ম্যাচ বের করতে। লেগবাই থেকে ওভারের দ্বিতীয় বলেই জয়সূচক রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪ বল বাকি থাকতেই হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ২ উইকেটের হার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে। 

আগে ব্যাট করতে নেমে এদিন আবারও মুখ থুবড়ে পড়েছে জুনিয়র টাইগ্রেসদের ব্যাটিং। আগেরদিন নেপালের দেয়া ৫৩ রান পার করতেই তারা হারিয়েছিল ৫ উইকেট। আজ ম্যাচের ৫২ রান করতেই সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। অধিনায়ক সুমাইয়া ওপেন করতে নেমে ১৩ রান করেন। তিনি ছাড়া টপ বা মিডল অর্ডারে কেউ দুই অংকের ঘরেই যেতে পারেননি। 

৩৪ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংস খেলেন লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তারই। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে। ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৯১ রান। 

ব্যাট হাতে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই চলে আসে ২৬ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লুসি হ্যামিলটন ওপেনার কেইট পেলেকে নিয়ে যোগ করেন আরও ৫০ রান। জয়টা যখন অস্ট্রেলিয়ার জন্য একেবারেই সহজ, তখনই বাংলাদেশের বোলিং লাইনআপ চেপে ধরে তাদের। 

৫০ থেকে ৬৭, এই ১৭ রান করতেই অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। লুসি ৩০ রান করে দলীয় ৬৭ করে ফিরে গেলে জয়ের আশা করতে থাকতে বাংলাদেশ। কিন্তু, হারশাত গিলের ধৈর্যশীল ইনিংস বাংলাদেশকে হতাশ করেছে শেষ পর্যন্ত। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে উইকেট নিশিতা আক্তার, হাবিবা ইসলাম এবং আনিসা আক্তারের।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2