এশিয়ান কাপ বাছাই ফুটবল
‘সিঙ্গাপুর ম্যাচের ৭ দিন আগেই হবে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা’

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের সাত দিন আগেই ঘোষণা করা হবে বাংলাদেশ স্কোয়াড। ১০ জুন হামজা-সমিতদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। জানিয়েছেন বাফুফ সভাপতি তাবিথ আউয়াল। তার আগে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলও ঢাকায় আসছেন এ মাসেই।
পুর্বাচলে জলসিড়ি আবসনের ফর্টিস গ্রাউন্ড। ভিন্ন পরিবেশে বাফুফে ভবনের বাইরে কার্যনির্বাহী কমিটির সভা। ফুটবলের পাশাপাশি ফুটসালকে পাদপ্রদীপের আলোয় আনার পরিকল্পনা। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতি নিয়েও তৎপর ফেডারেশন।
াছাই পর্বে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এবার হামজার সঙ্গী হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসি সমিত সোম। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে। ১০ জুন সিঙ্গাপুরের আগে এ ম্যাচটির আগে ভুটানের বিপক্ষে হতে পারে একটি প্রীতি ম্যাচ। প্রিমিয়ার লিগ শেষেই বাছাই করা হবে প্রাথমিক স্কোয়াড।
আলোচনায় থাকা আরেক প্রবাসি ফুটবলার ইংল্যান্ডের মিচেল কিউবাকে জাতীয় দলে অন্তর্ভুক্তি কার্যক্রমও এগিয়ে চলছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: