• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পরাজয়ের বৃত্ত ভেঙে উইম্বলডনের নতুন রাজা এখন ইয়াক সিনার

প্রকাশিত: ২১:৪৫, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পরাজয়ের বৃত্ত ভেঙে উইম্বলডনের নতুন রাজা এখন ইয়াক সিনার

শেষ পর্যন্ত কার্লোস আলকারাজের বিপক্ষে ফাইনালে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছেন ইয়ানিক সিনার। রোববার লন্ডনের সেন্টার কোর্টে বর্তমান চ্যাম্পিয়ন আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করে ক্যারিয়ারে প্রথমবারের মত উইম্বলডনের শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন সিনার। ফরাশি ওপেনের ফাইনালে হতাশাজনক পরাজয়ের মধুর প্রতিশোধও এর মাধ্যমে নিয়ে নিলেন সিনার।

প্রথম ইতালিান হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জয় করলেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় সিনার। ২৩ বছর বয়সে এনিয়ে তিনি চারটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতলেন।

প্রথম সেটে পরাজয়ের পর একেবারে ঠান্ডা ছিলেন সিনার। ম্যাচের মোমেন্টাম ঘুরতে খুব একটা সময় লাগেনি। তিন ঘন্টার মধ্যেই সিনার শিরোপা নিজের করে নেন।

পাঁচ সপ্তাহ আগে রোলা গ্যাঁরোতে তিনটি চ্যাম্পিয়নশীপ পয়েন্ট পেয়েও তা কাজে লাগাতে পারেননি সিনার। কিন্তু এবার আর কোন ভুল করেননি। ফাইনাল শেষে উচ্ছসিত সিনার বলেছেন, তিনি স্বপ্নের মধ্যে বাস করছেন। সেন্টার কোর্টের দর্শকও কাল দারুনভাবে সিনারকে সমর্থন যুগিয়েছেন।

প্রতিপক্ষ আলকারাজ প্রসঙ্গে বলতে গিয়ে সিনার বলেন, ‘এটা একটি দুর্দান্ত টুর্নামেন্ট ছিল। কিন্তু সবার আগে আলাকারাজের প্রশংসা করতেই হয়। সে একজন দুর্দান্ত খেলোয়াড় যার বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। কোর্টের বাইরে আমাদের মধ্যে দারুন বন্ধুত্বপূর্ন সম্পর্ক রয়েছে। কিন্তু কোর্টে, প্রতিপক্ষের বিপক্ষে লড়াই চালিয়ে যেতে হবে। আরো অনেকবার এই ট্রফিটা উঁচুতে তুলে ধরতে হবে। আলকারাজের ইতোমধ্যেই এই ট্রফি দুটো আছে।’

রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচকে নিয়ে ‘বিগ থ্রি’ যুগের অবসান টেনিস বিশ্ব ইতোমধ্যেই দেখে ফেলেছে। তরুণদের মধ্যে এখন লড়াইয়ের ইঙ্গিত, যার প্রতিফলন সম্প্রতি গ্র্যান্ড স্ল্যামগুলোতে দেখা যাচ্ছে।

সিনার ও দুইবারের উইম্বলডন বিজয়ী আলকারাজ এখন সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্ল্যাম একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। এর মধ্যে সিনার জিতেছেন চারটি।

প্যারিসের ক্লে কোর্টের কঠিন পরাজয় থেকে শিক্ষা নিয়েছেন সিনার। এমনটাই দাবী জানিয়ে ইতালিয়ান তারকা বলেন, ‘আমরা পরাজয় মেনে নেয়ার চেষ্টা করি ও পরিশ্রম চালিয়ে যাই। আজকে এই ট্রফি জয়ের পিছনে এটা নিশ্চিতভাবে অন্যতম একটি কারন।’

রোববারের ম্যাচের আগে টানা পাঁচটি ম্যাচে আলাকারাজের কাছে হেরেছেন সিনার। এর মধ্যে ইতালিয়ান ওপেনের ফাইনালও রয়েছে। ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে তিনমাস পর তিনি ঐ টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2