শনিবার এএফসি অনূর্ধ্ব ২০ বাছাইয়ে খেলতে লাওস যাবে বাংলাদেশ

একের পর এক টুর্নামেন্ট খেলায় ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল। এবার এএফসি অনূর্ধ্ব ২০ নারী ফুটবল টুর্নামেন্টের বাছাইয়ে সেরা সাফল্য অর্জনের লক্ষ্য আফিদাদের। এই লক্ষ্যে আগামী শনিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল।
চরম ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় জাতীয় দল। এরপর ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব ২০ নারী ফুটবলেও অজেয় থেকে শিরোপা ধরে রাখে লাল সবুজের মেয়েরা। এবার তাদের সামনে চ্যালেঞ্জ লাওসের মাঠে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলা। শিষ্যদের অনুশীলনে প্রস্তুত করছেন কোচ পিটার বাটলার।
গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, তিমুরলিস্তে ও দক্ষিণ কোরিয়া। বাছাইয়ে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স-আপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে খেলা ২৩ জন ফুটবলারই যাচ্ছেন লাওসে। সেই দলের নয় জন সিনিয়র দলের সদস্য।
২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীনের মতো পরাশক্তি। অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দক্ষিণ কোরিয়া থাকায় এশিয়া কাপের প্রস্তুতির জন্য বেশ সহায়ক মনে করেন অধিনায়ক আফিদা খন্দকার। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্টে দুই বার মুল পর্বে খেলেছে বাংলাদেশ। সেই সাফল্য অধরা অনূর্ধ্ব-২০ আসরে। এবার তা পুর্ণ করতে চায় আফিদারা।
বাংলাদেশের চোখ সেরা তিন রানার্সআপে। ভিয়েনতিয়ানের লাওস জাতীয় স্টেডিয়াম ৬ আগস্ট স্বাগতিক লাওস, ৮ আগস্ট তিমুরলিস্তে ও ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বিভি/এজেড
মন্তব্য করুন: